ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৪৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বেনাপোলে ৪৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ বেনাপোলে ৪৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৪৪ লাখ টাকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো জব্দ করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে অভিযান চালানো হয়।

এসময় পাচারকারী সন্দেহে সেখানে যাত্রী বেশে থাকা এক যুবককে  ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে ওই যুবক সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ধরনের ইনজেকশন, ক্যাপসুল ও ট্যাবলেট পাওয়া যায়। যার দাম ৪৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এজেডএইচ/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।