ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
নাটোরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ নাটোরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নাটোর: নাটোরে পাঁচশতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ শীতবস্ত্র বিতরণ করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এসব শীতবস্ত্র বরাদ্দ করে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবুল, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্মা আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আহমেদ সেলিম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহুল আমিন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।