ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে ডাকাত কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, জানুয়ারি ৪, ২০১৭
ফুলছড়িতে ডাকাত কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আবুল কালাম (৪৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। আবুল কালাম উপজেলার সিদাই চরের বাসিন্দা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, আবুল কালাম একজন ডাকাত। তার বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

বুধবার সকালে তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আবুল কালামের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।

পরে তাকে ফুলছড়ি থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।