ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বগুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণিল শোভাযাত্রায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন- ছবি: বাংলানিউজ

বগুড়া: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে সামনের সারিতে থাকা নারীদের হাতে লাল-সবুজের পতাকা শোভা পাচ্ছিলো। বর্ণিল শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন।
 
আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, ছাত্রলীগ নেতা নাঈমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় ও আতাউর রহমান আতা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।