ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০১৬ সালে পারিবারিক সহিংসতায় নিহত ৪৪৬

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
২০১৬ সালে পারিবারিক সহিংসতায় নিহত ৪৪৬

ঢাকা: ২০১৬ সালে দেশে মোট ৮৫৩ জন নারী-পুরুষ পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৪৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪০৭ জন। নিহতদের মধ্যে নারী ৩৫২। পারিবারিক সহিংসতার এসব ঘটনাকে ক্রমবর্ধমাণ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

বুধবার (০৪ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য ও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দিন দিন আশংকাজনক হারে বেড়েই চলছে পারিবারিক সহিংসতার ঘটনা।

দাম্পত্য কলহ, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান, যৌতুক, সম্পত্তির ভাগ বাটোয়ারা প্রভৃতি বিষয় নিয়ে এসব সহিংসতা ঘটেছে। পরিবারের তরুণ বয়সী সদস্যরাই সহিংসতায় বেশি জড়িয়ে যাচ্ছেন। পারিবারিক সহিংসতার ঘটনা বেশিরভাগই ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগ।

এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, পরিবার সমাজের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান। প্রত্যেকের পরম নির্ভরতার স্থান এটি। কিন্তু নানা কারণে বর্তমানে পরিবারগুলো সেই বিশ্বস্ততা হারাচ্ছে। এ পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে হবে। এ বিষয়ে সরকারি-বেসরকারি পদক্ষেপের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।