ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় বাসচাপায় দাদি-নাতনির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সলঙ্গায় বাসচাপায় দাদি-নাতনির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার দবিরগঞ্জ এলাকায় বাসের চাপায় দাদি-নাতনির মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সলঙ্গা থানার বেতুয়া গ্রামের জাহের আলীর স্ত্রী রাশিদা খাতুন (৫২) ও তাদের ছেলে ইমরুল কায়েসের মেয়ে ইমা জাহান (৫)।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল জানান,  বিকেলে দবিরগঞ্জ এলাকায় নাতনিকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন রাশিদা।

এ সময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।