ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীর পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ফেনীর পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ ফেনীর পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে পুলিশ সদস্যদের পোস্টিং দিতে ব্যতিক্রমী প্রন্থা অবলম্বন করেছেন পুলিশ সুপার রেজাউল হক। তদবির ও সুপারিশ ঠেকাতে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে লটারির মাধ্যমে পোস্টিং দিয়েছেন অর্ধশতাধিক পুলিশ সদস্যকে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে তিনি তার কার্যালয়ে এ লটারি করেন।

পুলিশ সুপার বলেন, সবার প্রতি সুবিচার এবং তদবির ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ মনে করে পোস্টিংয়ের সময় বাণিজ্য হয়।

এ কথা যাতে না বলতে পারে সে জন্য প্রকাশ্যে লটারির মাধ্যমে পোস্টিং দেওয়া হলো।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টিং পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে ৪০ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), আটজন উপ-পরিদর্শক (এসআই) ও আটজন নায়েক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।