ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইল ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত, ক্লাস বন্ধের সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
নড়াইল ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত, ক্লাস বন্ধের সিদ্ধান্ত

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করায় দুই দিন ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করায় দুই দিন ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুর ২টায় শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষকেরা।

কলেজ সূত্রে জানা যায়, কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিভিন্ন অনৈতিক দাবি প্রত্যাখান করলে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করেন তারা।

অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।