ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরখানে নিখোঁজের এক মাস পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
উত্তরখানে নিখোঁজের এক মাস পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তরখান থেকে নিখোঁজের একমাস পর মুন্না (১৫) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাওয়ারটেক এলাকার জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্না উত্তর খান মাস্টার পাড়া এলাকার তুফাজ্জল হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বাংলানিউজকে জানান, গত ৩০ নভেম্বর মুন্না নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার বিকেলে বাওয়ারটেক এলাকার জলাশয়ে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জীবন নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি শেখ সিরাজুল হক।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজেডএস/এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।