ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
আদিতমারীতে ইয়াবাসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২০পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। আটকরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

বুধবার (০৪ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের সেতুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আদিতমারী উপজেলার ভাদাই সেতু বাজার এলাকার আলিফুদ্দিনের ছেলে আশিকুর রহমান (২৫) ও লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার এলাকার নুরুল হকের ছেলে ফেরদৌস আলম (৩০)।

আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, সেতু বাজারে ইয়াবা বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।