ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজনগরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রাজনগরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাজনগর-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগর এলাকার এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)। আহতরা হলেন- মুহিদ মিয়া (৩৩), তইয়ব আলী (৪৪), জসিম আলী (৩৫) ও পুতুল মিয়া (৩৭)।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।