ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বেপরোয়া ট্রাক রেললাইনে, ধাক্কায় আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, জানুয়ারি ৫, ২০১৭
টাঙ্গাইলে বেপরোয়া ট্রাক রেললাইনে, ধাক্কায় আহত ৬ টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৬

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা এলাকায় একটি বেপরোয়া ট্রাক রেললাইনে উঠে গেলে ট্রেনের ধাক্কায় চালক ও হেলপারসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, প্রাথমিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মফিজুল হক বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন হাতিলা রেলক্রসিং এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপারসহ  ৬ জন আহত হয় এবং ট্রাকটি ধুমড়ে মুচড়ে যায়।

আহতদের মধ্যে চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।