ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমোহনে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
লালমোহনে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় বাসের ধাক্কায় কুট্টি বেপারি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ভোলায় আয়োজিত ইজতেমায় অংশ নিতে যাওয়ার পথে ভোলা-চরফ্যাশন সড়কের গাজারিয়া বাজারে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত কুট্টি বেপারির বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটপাতা গ্রামে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ভোলার ইজতেমায় অংশ নিতে গজারিয়া বাজারের কাছে এক আত্মীয়ের বাসা থেকে বের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন কুট্টি।

এসময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।