ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শিবগঞ্জে ২ মাদক বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক ২ মাদক বিক্রেতা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শিবগঞ্জ পৌর বাজারের মনাকষা মোড় থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের কেপরা টোলা গ্রামের মনসুর আলীর ছেলে সহবুর (৪০) এবং শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আছলামের ছেলে মিজানুর রহমান (৪০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর বাজারের মনাকষা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।