ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শনিবার জাহাইজ্জ্যার চর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শনিবার জাহাইজ্জ্যার চর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: আগামী শনিবার (৭ জানুয়ারি) সেনাবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, জাহাইজ্জার চরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।
 
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হবে।


 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।