ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বরিশালে ইয়াবাসহ যুবক আটক বরিশালে ইয়াবাসহ আটক যুবক

ব‌রিশাল: বরিশালে ইয়াবাসহ আনোয়ার বেপারি (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৠাব ৮-এর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে জেলার গৌরনদী থানার আশোকাঠি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার বেপারি বাটাজোর এলাকার আলাউদ্দিন বেপারির ছেলে।

সন্ধ্যায় র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশোকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে আটক কর‍া হয়। এসময় তার কাছ থেকে ২৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে বরিশাল সিপিএসসি’র ডিএডি বিদ্যুৎ কুমার রায় বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।