ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামের হাওরে সোলার বাতির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
অষ্টগ্রামের হাওরে সোলার বাতির উদ্বোধন কিশোরগঞ্জের অষ্টগ্রামে বসছে সোলার প্যানেল

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার সোলার বাতির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি)  রাতে উপজেলা সদর সোলার বাতির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস ও অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সাঈদ।

অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু তাহের সাঈদ বাংলানিউজকে জানান, আগামী কয়েকমাসের মধ্যে হাওরের অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নে সোলার প্যানেল বসানো হবে।

অষ্টগ্রামের জন্য এটা একটা বিশাল মাইল ফলক হবে বলেও উল্লেখ করেন তিনি।


 
বাংলাদেশ সময় ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।