ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান শনিবার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ‘প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজিত হবে।

বিশিষ্ট ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, চিকিৎসক ডা. এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন ৩য় বারের মতো ‍এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে।

সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন- মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কবি ও রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেবেন- জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. ইনামুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ রাজনীতিবিদ-শিক্ষকনেতা অধ্যক্ষ শরীফ সাদী, জেলা পাবলিক প্রসিকিউটর রাজনীতিবিদ-সমাজচিন্তক-কবি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, শিক্ষাবিদ বেগম খালেদা ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মুহ. নূরুল ইসলাম, আলোর পথের যাত্রী সাহিত্যিক-শিক্ষাবিদ প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, সংবর্ধিত শিক্ষাবিদের অনুভূতি প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক প্রফেসর রফিকুর রহমান চৌধুরী। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম।

প্রথম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৫ (আলোর পথের যাত্রী: সাহিত্যিক-শিক্ষাবিদ প্রাণেশকুমার চৌধুরী) এবং ২য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৬ (দীপ্তিমান শিক্ষকদম্পতি: অধ্যক্ষ মুহ. নূরুল ইসলাম/খালেদা ইসলাম) সালে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।