ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিএনপি-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
জয়পুরহাটে বিএনপি-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ জানুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জনান, ৫ জানুয়ারি পুলিশি বাধা উপেক্ষা করে রাজপথে মিছিল এবং পুলিশ সদস্যদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে বিএনপিসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ ২২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরমধ্যে ভোর রাতে দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।