ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
হবিগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

হবিগঞ্জ: হবিগঞ্জে ৩৫ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দেউন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার নগর নন্দরপুরের শফিকুর রহমান, সোনাপুরের সেলিম আহমেদ ও গোজারাই এলাকার মোখলেছুর রহমান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দেউন্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩৫ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট শক্তি দাশ হালদার বাংলানিউজেকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়ঃ ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।