ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
কামারখন্দে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৬ জানুয়ারি) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। শেষ খবর পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

আটক ডাকাতরা হলো- বাগবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৫৫), তার তিন ছেলে রফিক (২৮), মমিন (২৫) ও নাসিম (২২), একই এলাকার শওকত মাস্টারের ছেলে মজনু (৩০) ও সিদ্দিক আলীর ছেলে ইসমাইল (২৪)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, ভোর থেকেই ওই এলাকায় অভিযান শুরু হয়েছে।

অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।