ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমারখালিতে ট্রাকের ডালার চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
কুমারখালিতে ট্রাকের ডালার চাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাঁধবাজার এলাকায় ট্রাকের ডালায় চাপা পড়ে তানজিল (৮) নামের এক শিশুর ‍মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তানজিল ওই এলাকার কুব্বাত আলীর ছেলে ও স্থানীয় পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তানজিল সহপাঠীদের সঙ্গে খেলা শেষে বাড়ি ফিরছিলো। এ সময় বাঁধবাজারে দাঁড়ানো একটি ট্রাকের ডালা ধরে দুষ্টুমি করছিলো। হঠাৎ ডালা খুলে মাথায় পড়লে মারাত্মক আহত হয় তানজিল।

পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সালেকুজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।