ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুন্নেছা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জানুয়ারি ৬, ২০১৭
রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুন্নেছা আর নেই

রাঙামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জেবুন্নেছা রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লালি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।    

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রাঙামাটিতে যাওয়ার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও দু’বার সংরক্ষিত পৌর কাউন্সিলর নির্বাচিত হন।

জেবুন্ননেছা রহিমের মৃত্যুতে মহিলা সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।  

‍বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ