ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আদিতমারীতে ২ মাদক বিক্রেতা আটক আদিতমারীতে ২ মাদক বিক্রেতা আটক/ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেল ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের দেবীরপাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পূর্ব দৌলজোর গ্রামের মেহের আলীর ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মাছুম মিয়া (৩০) ও একই এলাকার পশ্চিম দৌলজোর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল মালেক (৪০)।


 
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আরআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।