ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এসময় আটটি ফেরি দুই শতাধিক যানবাহন ও ছয় শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙর করেছে।

সকাল ৯টার দিকে গিয়াস উদ্দিন জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রী ও গাড়ির শ্রমিকরা। কনকনে শীতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে কয়েকশ’ যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি রয়েছে।   কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।