ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‌গোপালগ‌ঞ্জে ট্রাকচাপায় ট্রলির ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
‌গোপালগ‌ঞ্জে ট্রাকচাপায় ট্রলির ২ শ্রমিক নিহত

‌গোপালগঞ্জ:‌ গোপালগ‌ঞ্জের মান্দারতলা এলাকায় ট্রাকের চাপায় পাওয়ার টিলারের (ট্রলি) দুই শ্র‌মিক নিহত হয়েছেন। এতে অাহত হ‌য়ে‌ছেন আরো তিন শ্র‌মিক। শ‌নিবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহতরা হ‌লেন-গোপালগঞ্জ সদর উপ‌জেলার গোলাবা‌ড়িয়া গ্রা‌মে জিহাদ কাজীর ছে‌লে রেজাউল (২২) ও একই গ্রা‌মের দিলদার মোল্লার ছে‌লে রিয়াজ মোল্লা (২০)। অাহত‌দের খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

‌গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সে‌লিম রেজা জা‌নান, শহর থে‌কে মা‌টিবাহী এক‌টি ট্র‌লি বাইপাস সড়ক দি‌য়ে মহাসড়‌কে উঠছিল। এসময় খুলনা থে‌কে কু‌মিল্লাগামী এক‌টি ট্রা‌ক ওই ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই ট্রলির শ্রমিক রেজাউল নিহত হন। এসময় আহত হন ট্রলির অপর চার শ্র‌মিক। অাহত‌দের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পরে অবস্থার অবন‌তি হ‌ওয়ায় আহতদের মধ্যে রিয়াজ মোল্লা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তিনিও মারা যান।  

ওসি আরো জানান, এ ঘটনায় ট্রা‌কের চালক ও হেলপারসহ তিনজন‌কে অাটক ক‌রে‌ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।