ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে তিনটি কলেজে ছাত্রলীগের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
লক্ষ্মীপুরে তিনটি কলেজে ছাত্রলীগের কমিটি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রামগঞ্জ সরকারি কলেজ ও দত্তপাড়া ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সভাপতি সাইফুল ইসলাম শামীম, সহ-সভাপতি হাছানুজ্জামান সৈকত, আবদুর রব নাহিদ, সাধারণ সম্পাদক কামরান হাছান কাউছার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব, উৎসব ইসলাম শিশির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ হাছান শুভ ও শামছুদ্দিন রাহাত নির্বাচিত হয়েছেন।

রামগঞ্জ সরকারি কলেজে সভাপতি হিসেবে মোরশেদুল আমিন বাবু, সাধারণ সম্পাদক রাকিব হাছান শান্ত এবং দত্তপাড়া ডিগ্রি কলেজে সৈয়দ মেহেদি হাসান বাবু সভাপতি ও এফ আই নাছির উদ্দিন আগুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।