ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ২ ছাত্রদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নলডাঙ্গায় ২ ছাত্রদল নেতা কারাগারে

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম টিটু (৩২) ও সাবেক সভাপতি শামিম হোসেনকে (৩৫) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় তাদের কারাগারে পাঠানো হয়।

আটক টিটু উপজেলার পূর্বমাধনগর গ্রামের কহির উদ্দিন সরদারের ছেলে এবং শামিম একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, টিটু ও শামিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের মাধনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।