ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৫ লাখ টাকার গর্জন কাঠসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
মধুপুরে ৫ লাখ টাকার গর্জন কাঠসহ আটক ২ মধুপুরে ৫ লাখ টাকার গর্জন কাঠসহ আটক ২

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে পাঁচ লাখ টাকা মূল্যের গর্জন কাঠসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) ভোররাতে ময়মনসিংহের মুক্তাগাছার ২-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- ঘাটাইলের ছনখোলা গ্রামের দুলাল হোসেন খান (৫০) ও আকন্দেরবাইত গ্রামের মৃত মিয়াচান মুন্সীর ছেলে রাজু (৩৮)।

ময়মনসিংহের মুক্তাগাছার ২-এপিবিএন পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. কাইয়ুম বাংলানিউজকে জানান, ৩৫০ সিএফটি অবৈধ গর্জন কাঠের একটি চালান ভালুকা সীমানা থেকে মধুপুর এলাকায় প্রবেশ করছে, এমন খবর পেয়ে পুলিশ ভোর ৪টার দিকে চাপড়ী বাজারে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ তাদের দুইজনকে আটক করে।

জব্দ করা গর্জন কাঠের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।