ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ৮ ছিনতাইকারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ফতুল্লায় ৮ ছিনতাইকারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: ফতুল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসনিম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার মাসদাইরের ফারুক মন্ডলের ছেলে আলোচিত সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মেহেদী মন্ডল (১৮) একই এলাকার মনির হোসেনের ছেলে হ্নদয় ওরফে নাকা (২২), জয়নাল আবেদীনের ছেলে আমির হামজা ওরফে লিংকন (২৩), মৃত নূর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৪), মনির হোসেনের ছেলে আদর আলী (২৬), বাচ্চু মিয়ার ছেলে বাবু (২২), ইসদাইর রেললাইন এলাকার মৃত আবেদ আলীর ছেলে হাবিব ওরফে চোরা হাবিব (২২) ও দেওভোগ এলাকার মৃত মনির হোসেনের ছেলে অনিক (২৭)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) মাসদাইর এলাকায় পুলিশের দু’টি টিম অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫-৬টি ধারালো ছুরি জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি কামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।