ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ সুমন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন ওই এলাকার মাতব্বর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির বাংলানিউজকে জানান, সুমনের ভাই শাহ আলী চরপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। বিকেলে শাহ আলীকে আটক করতে পুলিশ চরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ শাহ আলীকে না পেয়ে তার ভাই সুমনের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ধারালো রামদাসহ সুমনকে আটক করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।