ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহেতেশাম রেজা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান প্রমুখ।

পরে ২০১৫ শিক্ষাবর্ষের জেএসসি ও পিইসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।