ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় নারী নিহত    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
আশুলিয়ায় বাসচাপায় নারী নিহত    

আশুলিয়া, সাভার: আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ এলাকায় বাসের চাপায় কোহিনুর বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।রোববার (৮ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বাংলানিউজকে জানান, সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেকের স্ত্রী কোহিনুর। এসময় নাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা কোহিনুরকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।