ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বেনাপোলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে রুস্তম আলী (৫৫) ও তার স্ত্রী মনিরা বেগম (৪৫)।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার কামাল উদ্দীন বাংলানিউজকে জানান, রঘুনাথপুর গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রিপন দাস বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।