ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় ৩ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
আগৈলঝাড়ায় ৩ যুবক আটক আগৈলঝাড়ায় আটক ৩ যুবক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। রোববার (৮ জানুয়ারি) বিকেলে পয়সারহাট-গোপালসেন সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- পয়সারহাট গ্রামের আল আমিন চৌকিদার (২৬), অহিদুল খন্দকার (২৫) ও আমবৌলা গ্রামের সোহেল ফরাজী (২৪)।

এপিবিএন এর পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে গোপালসেন সরকারি আশ্রয়ন প্রকল্পে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৯১ পিস ইয়াবা ও তিন পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় এপিবিএন’র উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএস/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।