ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওকে ঘিরে বৃহৎ প্রকল্প ভাবনা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
তেজগাঁওকে ঘিরে বৃহৎ প্রকল্প ভাবনা হচ্ছে

ঢাকা: শিল্পাঞ্চল তেজগাঁওকে নিয়ে আলাদা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আনিসুল হক। তিনি বলেছেন, তেজগাঁওকে নিয়ে আমরা একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি।
 
 

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ভেতরে একটি আধুনিক গণশৌচাগার উদ্বোধন করেন মেয়র।
 
মেয়র বলেন, সবার সহযোগিতায় আগামী এক বছরের মধ্যে তেজগাঁও এলাকার ভেতরের রাস্তাসহ পুরো দৃশ্যপট পাল্টাবে।

আর এর পেছনে রয়েছেন প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও নির্দেশনা।
 
মেয়র উপস্থিত পরিবহন মালিক, চালক ও পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ২০১৫ সালের ২৯ নভেম্বর এখানে একপ্রকার যুদ্ধক্ষেত্রের অবস্থা সৃষ্টি হয়েছিল। সেদিন আপনারা আজকের মতো এমন সুশৃঙ্খল পরিবেশের কথা কল্পনাও করেননি, অথচ এখন তা বাস্তবে রূপ নিয়েছে। এতে আপনারাসহ আশপাশের এলাকার বাসিন্দা সবাই উপকৃত হচ্ছেন।  

এসময় তিনি বলেন, কাজ করে যাচ্ছি নগরবাসীদের খুশী করতে, কাউকে কষ্ট দিতে নয়।
 
ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ডিএনসিসি এ গণশৌচাগারটি নির্মাণ করে। ইতোপূর্বে একই প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় ডিএনসিসি’র বিভিন্ন স্থানে আরও ৯টি গণশৌচাগার নির্মাণ করা হয়।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খাইরুল ইসলাম, ডিএনসিসি’র পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মু. নুরুজ্জামান শরীফ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিউল্লা, মহিলা কাউন্সিলর নাজমুন নাহার হেলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদারসহ ডিএনসিসি’র কর্মকর্তা ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।