ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরসরাই: মিরসরাইয়ে তৃষ্ণা রাণী মজুমদার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ জানুয়ারি) উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়া নিতাই মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তৃষ্ণা মজুমদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরপার্বতী গ্রামের বিনোদ বিহারী মজুমদারের মেয়ে এবং বদিউল্যা পাড়ার মেঘনাথ দাশের স্ত্রী।

তৃষ্ণার ভাই ক্ষুদিরাম মজুমদার বাংলানিউজকে জানান, ২০১৬ সালের মার্চে তার বোনের সঙ্গে মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়া গ্রামের অরুণ কুমার দাশের ছেলে মেঘনাথ দাশের বিয়ে হয়। বিয়ের পর থেকে তৃষ্ণা মানসিক চাপে ভুগছিলেন।

মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) মো.আনিস বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।