ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক প্যাকেটে পনের রকমের বিস্কুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
এক প্যাকেটে পনের রকমের বিস্কুট বাণিজ্য মেলায় বিস্কুট কোম্পানির স্টলে ভিড়। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: চায়ের সঙ্গে বিস্কুট পরিবেশন হয় না এমন পরিবার হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আবার বিস্কুট পছন্দ করেন না, এমন মানুষও মেলা ভার। কেননা, গ্রাহকের চাহিদার ওপর লক্ষ্য রেখে দেশেই তৈরি হয় শত রকমের বিস্কুট। তাই বলে এক প্যাকেটে পনের রকমের বিস্কুট! অবিশ্বাস্য হলেও বিষয়টা মিথ্যা নয়।

রাজধানীর আগারগাঁওয়ে চলমান বাণিজ্য মেলায় গেলেই মিলবে এমন প্যাকেট। বিভিন্ন বিস্কুট কোম্পানি ভিন্ন ভিন্ন প্যাকেজে এমন প্যাকেট তুলে দিচ্ছে ক্রেতার হাতে।


 
স্বনাম্য ধন্য প্রতিষ্ঠান নাবিস্কো দিচ্ছে প্রতি প্যাকেজে ১০ শতাংশ পর‌্যন্ত ছাড়। এরা মোট চারটি প্যাকেজ এনেছে মেলায়। এগুলোর মধ্যে রয়েছে-নাবিস্কো টক ঝাল মিষ্টি, এতে রয়েছে ১২ রকমের বিস্কুট। দাম ২শ টাকা।
 
১১ রকমের বিস্কুট নিয়ে আনা হয়েছে নাবিস্কো ইত্যাদি। দাম ধরা হয়েছে ২শ টাকা। আবার নাবিস্কো রকমারীতে আছে ১৫ রকমের বিস্কুট। দাম ২৫০ টাকা। আর নাবিস্কো সামগ্রীতে রয়েছে ১০ প্রকারের বিস্কুট। দাম ১৫০ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ৫৪ রকমের বিস্কুট, ৮ রকমের চকলেট, কেক ও ড্রাইকেক ও পাউরুটি নিয়ে এসেছে।
 
বাণিজ্য মেলায় বিস্কুট কোম্পানির স্টলে ভিড়।  ছবি: জি এম মুজিবুরঅলিম্পিকের প্যাভিলিয়নে গিয়ে দেখা গেছে, এরা ইকোনমি, ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ও কিডদের জন্য মোট চারটি প্যাকেজ নিয়ে এসেছে। এরা প্যাকেজ ভেদে ১৮ শতাংশ থেকে ১৯ দশমিক ৫ শতাংশ ছাড় দিচ্ছে। ১০ আইটেমের ইকোনমি প্যাকেজের বিস্কুটে ১শ টাকা, ১১ আইটেমের স্ট্যান্ডার্ড প্যাকেজে ২শ টাকা ও ১৪ আইটেমের ফ্যামেলি প্যাকেজের ৪শ টাকা দাম ধরা হয়েছে।
 
এছাড়া শিশুদের জন্য ১শ ও ২শ টাকায় দুটি প্যাকেজে নিয়ে এসেছে। এগুলোর সবই ক্রিম ও চকলেট বিস্কুট। অলিম্পকও ৫৮ রকমের বিস্কুটসহ ১২ রকমের কেনডি দিয়ে প্যাভিলিয়ন সাজিয়েছে।
 
ভিন্ন ভিন্ন স্বাদ আর আকর্ষণীয় মোড়কের এসব বিস্কুটের প্রতি ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সব বয়সীরাই কিনে নিচ্ছেন নানা স্বাদের এ খাবারটি।
 
নাবিস্কোর জ্যেষ্ঠ সহকারী ম্যানেজার (মার্কেটিং) তানজিলুর রহমান বাংলানিউজকে বলেন, বিক্রি বেশ ভালো হচ্ছে। আশা করি আরো বাড়বে। কেবল মেলা উপলক্ষে চলছে এক প্যাকেটে ১৫ রকম বিস্কুটের অফার। এরপর আর এটা দেওয়া হয় না।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
ইইউডি/পিসি
**সেলফি তুলে সেরা হলেই পুরস্কার ৩২ ইঞ্চি এইচডি টিভি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।