ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
নাসিরনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মতিলাল দাস (৪৫) খ‍ুন হয়েছেন। এ ঘটনায় ভাতিজা সুজিত দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের কাশিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জান‍ায়, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় উপজেলা সদরের কাশিপাড়ার হরেন্দ্র দাসের ছেলে সুজিত তার চাচা মতিলালকে ছুরিকাঘাত করে।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘাতক সুজিতকে আটক থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।