ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আটক মুদ্রা পাচারকারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বেনাপোলে আটক মুদ্রা পাচারকারী কারাগারে

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি চার লাখ দুই হাজার ৭৫০ টাকাসহ আটক জাফর হোসেন (৪৫) নামে এক মুদ্রা পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে মুদ্রাপাচার আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বাড়ি বেনাপোলের পুটখালী ইউনিয়নের উত্তর পুটখালী গ্রামে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তবর্তী পুটখালী সড়কে অবস্থান নেয় বিজিবি। এসময় জাফর নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে চার লাখ দুই হাজার ৭৫০ টাকা পাওয়ায় তাকে আটক করা হয়।

পরে বিজিবি তার বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন দাস বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।