ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ময়মনসিংহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু সোমবার সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ শ্লোগান নিয়ে সারা দেশের মতো ময়মনসিংহে সোমবার (০৯ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে।

রোববার (০৮ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম রিপনসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জানান, মেলায় সরকারি বিভিন্ন দফতরের ৭৪টি স্টল স্থান পাবে। মেলা শেষ হবে ১১ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।