ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মুরাদনগরে ভাতিজার হাতে চাচা খুন

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার ভাতিজা মনিরুল ইসলাম (২৫)।  এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাঙ্গরা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘাতক মনিরুল একই এলাকার আলী আহম্মদ কেলুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় চাচার সঙ্গে মনিরুলের হাতাহাতি হয়। একপর্যায়ে মনিরুল তার চাচা রফিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন রফিকুল। এ অবস্থায় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরুলকে আটক করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।