ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরা ‘গাঙ্গচিল’ নৌ বিহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মাগুরা ‘গাঙ্গচিল’ নৌ বিহার

মাগুরা: মাগুরা শহরে কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র নেই। তাই নবগঙ্গা নদীতে ইজ্ঞিন চালিত নৌকা ‘গাঙ্গচিল’ চলতে শুরু হওয়াই যেন মাগুরাবাসীর কাছে বিনোদনের একমাত্র অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।

শহরের ভ্রমণ বিলাস নামে ট্যুরিজম সংগঠনের নির্বাহী টুটুল শরীফ বাংলানিউজকে জানান, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ বা শিক্ষা সফর করা হয়। দুঃখের বিষয় মাগুরায় কেউ এ ধরনের ট্যুরে আসে না।

কারণ এখানে কোনো দর্শনীয় স্থান বা বিনোদন কেন্দ্র নেই। এ জেলার মানুষদের বেড়ানোর মত কোনো স্থান নেই। সম্প্রতি নবগঙ্গা নদীতে চালু হওয়া ‘গাঙ্গচিল’ কিছুটা হলেও মানুষের বিনোদনের সুযোগ করে দিয়েছে।
 
গাঙ্গচিলের পরিচালক ডাবলু মিয়া বাংলানিউজকে বলেন, মাগুরায় দর্শনীয় স্থান বা বিনোদন কেন্দ্রের অভাবের কথা মাথায় রেখেই নবগঙ্গা নদীতে গাঙ্গচিল তরীটি নামানো হয়েছে। এলাকার মানুষ স্বল্প খরচে বিনোদনের মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করছেন।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে নদীর পানি কমে চর জেগে ওঠায় নৌযানটি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, নবগঙ্গা নদী খননের জন্য অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে বরাদ্দ পেলে খনন কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।