ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মোবাইল রিচার্জ একঘণ্টা বন্ধ রাখার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
রাজশাহীতে মোবাইল রিচার্জ একঘণ্টা বন্ধ রাখার ঘোষণা

রাজশাহী: রাজশাহী জেলা ও মহানগরে সোমবার (৮ জানুয়ারি ) মোবাইল ফোনের রিচার্জ একঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা।

দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ১০মিনিট এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মোবাইল রিচার্জে এক হাজারে ২৭ টাকার পরিবর্তে ১শ’ টাকা কমিশনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর একটি রেস্তরাঁয় অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা আয়োজিত পুনর্মিলনী সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলু এ ঘোষণা দেন।

সংগঠনের রাজশাহী শাখার সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম খান, আপন হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।  

সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু অপারেটরগুলো তাদের দাবি মানছে না। এজন্য এ কর্মসূচি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।