ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

`জাতির মুরুব্বী’ হিসেবে স্বাধীন ইসি গঠনে উদ্যোগ নিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
`জাতির মুরুব্বী’ হিসেবে স্বাধীন ইসি গঠনে উদ্যোগ নিন

ঢাকা: ‘রাষ্ট্রপতি গোটা জাতির মুরুব্বী’ হিসেবে আখ্যা দিয়ে স্থায়ী আইন প্রণয়নের পাশাপাশি স্বাধীন ভাবে দায়িত্বপালনে সক্ষম নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অনুরোধ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত (চেয়ারম্যান) হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনাকালে এ দাবি করেন।  

রোববার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বঙ্গভবন প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
 
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেতারা রাষ্ট্রপতির সঙ্গে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি শক্তিশালী, দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠন আবশ্যক।
 
সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের পাশাপাশি নির্বাচন কমিশন যাতে স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্বপালনে সক্ষম হয়, সে ব্যাপারে উদ্যোগ নেয়ার প্রস্তাব দেয় দলটি।
 
নির্বাচন কমিশনের ধারাবাহিকতা রক্ষা এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগ‍াতে একাধিক ধাপে নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাবও করা হয়।

নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ খেলাফত চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা একটি মহান উদ্যোগ। রাষ্ট্রপতি গোটা জাতির মুরুব্বী।
 
এই আলোচনার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় একটি গুণগত পরিবর্তনের দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।
 
রাষ্ট্রপতি খেলাফত আন্দোলনের প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান। তিনি বলেন, রাজনীতিতে নীতি-নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ।
 
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা অপরিহার্য।
 
এ সময় ‍অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়‍ার হোসেন, প্রেস সচিব জয়নাল আবেদীন।
 
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।