ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার খানসামায় ২য় দফা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সোমবার খানসামায় ২য় দফা হরতাল সোমবার খানসামায় ২য় দফায় হরতাল। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় ডিগ্রি কলেজকে জাতীয়করণ ও গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তির দাবিতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদ সোমবার (৯ জানুয়ারি) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

রোববার (০৮ জানুয়ারি)  রাতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান রিয়াদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের আহ্বান জানানো হয়।  

হরতাল চলাকালীন খানসামায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব দোকানপাট, অফিস-আদালত, গাড়ি বন্ধ রাখার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।