ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে তিনজন অজ্ঞানপার্টির কবলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
রাজধানীতে তিনজন অজ্ঞানপার্টির কবলে ছবি: সংহীত

ঢাকা: রাজধানীতে দুলাভাই-শ্যালকসহ তিনজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়া থেকে আনা মালামাল খুইয়েছেন।

এরা হলেন- মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার টেংরারচর গ্রামের মো. ফারুক(৩৫), তার শ্যালক জামাল হোসেন(২৮) ও ভায়রা মো. সবুজ (৩০)।

সোমবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর গুলিস্তানে এ ঘটনা ঘটে।

 

ফারুকের নিকটাত্মীয় শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ফারুক মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে আনতে যান সবুজ ও জামাল। এরপর তিনজন বাসে ওঠে গুলিস্তানের উদ্দেশে। এরই মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তারা। পরে বাস থেকে তাদের গুলিস্তানে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জামাল ও সবুজ কথা বলতে পারলেও অচেতন রয়েছেন ফারুক। জরুরি বিভাগে তার ‘স্টোমাক ওয়াশ’ করা হয়েছে। তাকে ভর্তি করার জন্য বলেছে চিকিৎসক। ফারুকের কাছে মোট ৫টি ব্যাগ ছিল। এর মধ্যে ৪টা খোয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজেডএস/পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।