ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনন্দমোহন কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আনন্দমোহন কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে কলেজের মূল ভবনের সামনে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল সবুজের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করে নেতাকর্মীরা।

র‌্যালিটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে কলেজ ক্যম্পাস প্রদক্ষিণ করে মূল ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ সজল, জহিরুল হক হীরা, ওয়াহিদুর রহমান সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএএএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।