ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গোপালগঞ্জে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল ধ্বংস

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নয় মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন ও ৯৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়ার ঘাঘর বাজার থেকে এসব পলিথিন ও জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে জান‍ান, গোপান সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৮ ও পুলিশ কোটালীপাড়া ঘাঘর বাজারে অভিযান চালায়।

এসময় ব্যবসায়ী বুলবুল খানের দোকান থেকে ছয় হাজার ৮০০ কেজি পলিথিন ও ১০ হাজার ২৬০ মিটার কারেন্ট জাল এবং হায়দার খানের দোকান থেকে দুই হাজার ৪০০ কেজি পলিথিন এবং ৮২ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন
দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাল ও পলিথিন পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এনটি

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।