ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অ্যাপোলোতে অপারেশন শেষে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে জিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
অ্যাপোলোতে অপারেশন শেষে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে জিয়া

ঢাকা: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের অস্ত্রোপচার শেষে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে ভতি করা হয়।  
 
জিয়ার সহকর্মী প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘জিয়ার অপারেশন শেষ হয়েছে।

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। এখন আর লাইফ সাপোর্টে নেই’। জিয়া যেন দ্রুত সেরে ওঠেন, তার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চান রোজিনা।  
 
এদিকে জিয়ার দুর্ঘটনার জন্য মডেল কল্যাণ কুরাইয়াকে আটক করেছে পুলিশ।  
 
সোমবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে মোটরসাইকেলে দুর্ঘটনায় পড়েন জিয়া ইসলাম। তাকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দ্রুত চলে লাইট বন্ধ করে চলে যায়। এ সময় মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়া।  

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সেখানে উপস্থিত সংবাদকর্মীরা। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
 
এরপর মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জিয়ার উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল অ্যাপোলো কিংবা বিদেশে পাঠানোর পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।